সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৫ অক্টোবর

post-title

ছবি সংগৃহিত

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট-২১৫৯) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন (২০২৫-২০২৮) এর তপশীল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫শে অক্টোবর ২০২৫ইং রোজ শনিবার সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দক্ষিণ সুরমার প্যারাইরচক ট্রাক টার্মিনালস্থ শ্রমিক ভবনের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় নির্বাচন আয়োজনের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি এবং সার্বিক সহযোগিতার জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।

তফসিল মতে, আগামী ৫-৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ৭-১০ অক্টোবর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেয়া যাবে। ৯ অক্টোবর দুপুর ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাতিলকৃত মনোনয়ন পত্রের আপিল আবেদন দাখিল করা যাবে। ঐদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আপিল শুনানী অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। ১২ অক্টোবর বিকেল ৫টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৫ অক্টোবর সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৫টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে সভাপতি ১টি, কার্যকরি সভাপতি ১টি, সহ-সভাপতি ১টি, সাধারণ সম্পাদক ১টি, যুগ্ম সম্পাদক ১টি, সহ-সাধারণ সম্পাদক ১টি, সাংগঠনিক সম্পাদক ১টি, প্রচার সম্পাদক ১টি দপ্তর সম্পাদক ১টি, কোষাধ্যক্ষ ১টি ও কার্যকরী সদস্য ৫টি পদে নির্বাচন হবে।

এদিকে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের একটি অবাধ সুষ্ঠ ও নিরপক্ষ নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগীতা করার জন্য ৬ (ছয়) সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।

উপরে উল্লেখিত দু’টি কমিটির নিম্নরূপ - বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদুকে নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার এবং শ্রমিক নেতা মোঃ মন্তাজ মিয়া, মোঃ মহসীন মিয়া, মোঃ তুলা মিয়া ও মোঃ ফারুক মিয়াকে কমিশনার হিসেবে মনোনীত করা হয়।

এছাড়া সার্বিক সহযোগীতায় জন্য গঠিত উপ-কমিটিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্ব মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সজীব আলি, সাবেক প্রবীণ শ্রমিক নেতা মো. গোলাম হাফিজ লোহিত, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি নজির আহম্মেদ স্বপন, সিলেট ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া ও দক্ষিণ সুরমার বিশিষ্ট শ্রমিক নেতা মো. আব্দুর রহমানকে সদস্য মনোনীত করা হয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নির্বাচনী তপশীল ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহিম বক্স দুদু বলেন, শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সব প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী সব কার্যক্রম স্বচ্ছতা ও নিয়ম মেনে সম্পন্ন করা হবে। প্রার্থীদের পাশাপাশি সাধারণ সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে বলে আমাদের প্রত্যাশা।

এসএ/সিলেট