বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে...
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীরা বিগত সময়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে...
দক্ষিণ সুরমা ৪১ নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ
ছবি সংগৃহিত
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত করেছে। জুলাই বিপ্লবীদের রক্তের দাগ এখনো শুকায়নি। শহীদদের খুনের বিচার হয়নি, আহতরা এখনো বেডে কাতরাচ্ছে।
এরই মধ্যে একটি গোষ্ঠী তাদের বক্তব্য, কথা ও কাজের মাধ্যমে পতিত ফ্যাসিবাদকে পুনবার্সনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পতিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। জুলাই গণহত্যার বিচারের মাধ্যমেই দেশে পতিত ফ্যাসিবাদীদের রাজনীতি নিষিদ্ধ হবে। যারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবে জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।
তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজী বন্ধ হয়নি।
আগামী নির্বাচনে জনগণ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের রায় প্রদর্শন করবে। এই দেশে নতুন করে আর কোন ফ্যাসিবাদের উত্থান জনগণ মেনে নিবেনা। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চিরতরে ফ্যাসিবাদের রাস্তা বন্ধ হবে। জুলাই সনদের আইনী ভিত্তি ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবেনা। তাই নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। আগামী নির্বাচনে সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদকে বিজয়ী করতে সর্বস্তরের জনশক্তিকে কাজ করতে হবে।
তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ৪১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট সমাজসেবী আব্দুল হক মেম্বারের সভাপতিত্বে ও ৪১নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের সভাপতি জিয়াউদ্দিন জিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান ও থানা সেক্রেটারি ফয়জুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর, ৪১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফজলুর রহমান, সেক্রেটারি মোঃ গিয়াস উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী ওবায়দুর রহমান কামরান, মো. ইফতেখার হোসেন মুক্তা, মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খছরুজ্জামান ও মো. ছালেক আহমদ প্রমূখ।
এসএ/সিলেট