শাহজালাল (রহ.) মাজারে এলাকা থেকে দুই ছিনতাইকারী গ্রেফতার .

post-title

ছবি সংগৃহিত

মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ছিনতাইকৃত একটি মোবাইল ফোনসহ দুইজন ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক বিকাল ৫টার দিকে নগরীর শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত ছিনতাইকারীরা হলেন- জালালাবাদ থানাধীন মইয়ারচর ৪নং ওয়ার্ডের মৃত আ. করিমের ছেলে মো. হাসান উরফে বুলেট ও এয়ারপোর্ট থানার মজুমদারী এলাকার আব্দুল জলিলের ছেলে জহুর রায়হান।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক বিকাল ৫টার দিকে জনৈক মো. এলান হোসেন নগরীর শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের জন্য আসেন। হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকার ভেতরে ওজুখানার সাথে পাবলিক টয়লেটের পার্শ্বে অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী ধারালো চাকু ধরে জোরপূর্বক তার মানিব্যাগে থাকা নগদ ১হাজার ৭৫০ টাকা এবং তার ব্যাবহৃত মোবাইল ফোন যার মডেল (Walton Pro R8) মূল্য ১৮ হাজার ৫০০ টাকা জোরপূর্বক নিয়ে যায়।

পরবর্তীতে হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নি.) মো. আব্দুল আজিজ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের শিকার জনৈক মো. এলান হোসেন এর শনাক্ত মতে হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা হতে গ্রেফতার করে তাদের হেফাজত হতে ছিনতাইকৃত মোবাইল সেটটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উক্ত ঘটনায় জনৈক মো. এলান হোসেন বাদী হইয়া অজ্ঞাতনামা ১জনসহ ৩জন ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৫, তারিখ-২৬/০৯/২০২৫ইং, ধারা-৩৯২/৪১১ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘গ্রেফতাকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে মো. এলান হোসেন বাদী হইয়া অজ্ঞাতনামা ১জনসহ ৩জন ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৫, তারিখ-২৬/০৯/২০২৫ইং, ধারা-৩৯২/৪১১ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।’

এসএ/সিলেট