৩১ দফার অঙ্গীকারে ছাতক...
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে ছাতক উপজেলায় সৃষ্টি হয়েছে জনস্রোত। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেনকে ফের নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বৃহম্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ছাতক উপজেলা পরিষদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
শুত্রুবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। ভাতগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান।
তিনি জানান, ‘গত ২১ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের আটজন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য তার বিরুদ্ধে অনাস্থা এনে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে অভিযোগ দায়ের করেন। তার বিরুদ্ধে টিআর, কাবিখা, এডিপি, কাবিটার চাল-টাকা আত্মসাৎ, ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি বরাদ্দ লুটপাটসহ নানা অনিয়ম-দুর্নীতি লুটপাটের অভিযোগ করা হয়।’
ওসি আরও জানান, ‘বৃম্পতিবার রাতে অভিযান চালিয়ে ছাতক উপজেলা পরিষদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবারে ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাকে জেলহাজতে প্রেরণ করেন।’ এর আগেও তিনি নাশকতার মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছিলেন।
এসএ/সিলেট