নগরীর আম্বরখানায় থেকে বিদেশী মুদ্রা, স্বর্ণ ও রূপা উদ্ধার : আটক ২

post-title

ছবি সংগৃহীত

নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে বিদেশী মুদ্রা, স্বর্ণ ও রূপাসহ  দুজন চোরাকারবারী গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত আনুমানিক পৌনে ১০টায় তাদের আটক করা হয়। আটক জামাল মিয়া সিলেটের জালালাবাদ থানার আখালিয়া ধানুয়াটারপাড়ের মৃত রহমত আলীর পুত্র। সে বর্তমানে সিলেটের শাহপরাণ (রহ.) থানার টিলারগাঁও এলাকায় বসবাসরত। 

অপর আটক মো. আমিন মিয়া সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাজপুরের মুমিন মিয়ার পুত্র। বৃহস্পতিবার রাতে এসএমপি মিডিয়া সেল কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে পৌনে ১০টায় নগরীর আম্বরখানা পয়েন্টে ট্রাফিক ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় সার্জেন্ট মো. মামুন মিয়া ও  সার্জেন্ট মেহেদী হাসান এয়ারপোর্ট রোড দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুইজন ব্যক্তিকে সন্দেহভাজন মনে করে ধাওয়া করেন।

পরবর্তীতে ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপস্থিত জনসাধারণের সহায়তায় মোটরসাইকেলসহ উক্ত দুইজনকে আটক করতে সক্ষম হন। আটকের পর পালানোর কারণ জিজ্ঞাসাবাদে তারা বারবার ভিন্নমত বক্তব্য প্রদান করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কোতোয়ালী মডেল থানাকে অবগত করা হয়।

এসআই খালেদ হাসান তপু সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ ও সাক্ষীদের উপস্থিতিতে আসামীদেরদেহ তল্লাশি ও হেফাজত হতে বিভিন্ন চোরাচালানসামগ্রী জব্দ করেন।

জব্দকৃত মালামাল: বাংলাদেশি মুদ্রা ১৯ হাজার ৫০০ টাকা, ২৩১টি ১ টাকা মূল্যমানের কয়েন,ভারতীয় রুপি ৩২০ (বাংলাদেশি মূল্য ৪৩৮.৪০ টাকা),কাতারি রিয়াল ৩ (বাংলাদেশি মূল্য ১০০.৩২ টাকা),পাকিস্তানি রুপি ১ (বাংলাদেশি মূল্য ০.৪৩ টাকা), বিভিন্ন দেশের প্রাচীন মুদ্রা ২৭৮টি, স্বর্ণ সদৃশ্য কানের দুল (মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা), রূপার চেইন, রিংসহ মূল্যবান ধাতব সামগ্রী, পুরাতন ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল  (চেসিস নং-MD2DSDSZZNCF33098), বিভিন্ন সরঞ্জাম (প্লাস, স্ক্রু ড্রাইভার, রেঞ্চ, টেস্টার)।

উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।



এসএ/সিলেট