বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে...
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীরা বিগত সময়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে...
ছবি সংগৃহীত
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান মালামাল উদ্ধার করেছে পুলিশ। এসময় রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজিসহ দু'জন চোরাকারবারী গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
শুক্রবার দুপুরে এসএমপি মিডিয়া সেল কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শিবেরবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই (নি.) মুশফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অস্ট্রেলিয়া পয়েন্ট সংলগ্ন পাগইল বাইপাস রোডের চেকপোস্ট পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নিদনপুর গ্রামের মৃত মৃত ধীরেন্দ্র চন্দ্র দাসের পুত্র বিশ্বজিৎ দাস ও লিমন সিলেটের গোয়াইনঘাট উপজেলার কুড়িখলা এর ছয়ফুল আলীর পুত্র।
জব্দকৃত মালামাালের মধ্যে ১৬ হাজার পিস Gillette Wilkinson Sword Stainless Steel Blade অনুমানিক মূল্যঃ ৮০ হাজার টাকা, ৩৯০ পিস ভারতীয় ক্রীম অনুমানিক মূল্যঃ ১ লাখ ১ হাজার ৪০০ টাকা, ৬০টি ভারতীয় ডাব সাবান, অনুমানিক মূল্যঃ ১২ হাজার টাকা, ৮ কেজি ভারতীয় জিরা (প্রতি কেজি ৭০০ টাকা দরে), মূল্য ৫ হাজার ৬০০ টাকা, ২৪ প্যাকেট ভারতীয় ফুচকা, অনুমানিক মূল্যঃ ৬ হাজার টাকা, একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি, অনুমানিক মূল্যঃ ৩ লাখ টাকা।
উক্ত ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইন মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এসএ/সিলেট