শাবির তিনটি হলের নাম পরিবর্তন, নতুন চারটি স্থাপনার নামকরণ

post-title

ছবি সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন ও নতুন হলের নাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২৩৭ তম সিন্ডিগেট সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তন করে নাম 'বিজয় ২৪ হল', প্রথম ছাত্রী হলের পরিবর্তিত নাম 'আয়েশা সিদ্দিকা হল', বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম 'ফাতিমা তুজ জাহরা হল' রাখা হয়েছে।

এছাড়া ছেলেদের নতুন হলের নাম 'গাজী বোরহান উদ্দিন হল', মেয়েদের নতুন হলের নাম 'সুমাইয়া বিনতে খুব্বাত হল', আন্তর্জাতিক হলের নাম 'এম. সাইফুর রহমান হল' এবং বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের পরিবর্তন করে 'জালালাবাদ গবেষণা কেন্দ্র’ রাখা হয়েছে।

এসএ/সিলেট