বিএনপি মহাসচিব এর সাথে সাবেক এমপি শফি এ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

post-title

ছবি সংগৃহিত

আমেরিকায় সফররত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক এমপি বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।

প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে তার নির্ধারিত হোটেলে গেলে শফি আহমদ চৌধুরী তার সাথে এই সাক্ষাতে মিলিত হন।
এ সময় তিনি বিএনপির মহাসচিবের শারীরিক অবস্থার খোজ খবর নেন। আলহাজ্ব শফী এ চৌধুরী জানান এটা মূলত সৌজন্য সাক্ষাৎ।

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে জেল জুলুম খেটে আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে এ পর্যন্ত নিয়ে আসার জন্য আলহাজ্ব শফী আহমদ চৌধুরী মহাসচিব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসএ/সিলেট