শাবিতে ‘জিপি ফিউচার মেকারস রোডশো’ অনুষ্ঠিত

post-title

ছবি সংগৃহিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং গ্রামীণফোন লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে “জিপি ফিউচারমেকারস রোডশো”।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক এই আয়োজনে শিক্ষার্থীরা প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উদ্ভাবনী চিন্তাভাবনা ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করে।

পাশাপাশি আলোচনা হয় গ্রামীণফোনের প্রধান আইডিয়া প্রতিযোগিতা “জিপি ফিউচারমেকারস” নিয়ে, যেখানে শিক্ষার্থীরা বাস্তব সমস্যার সমাধান উপস্থাপন করে সর্বোচ্চ সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মÐলীর সদস্য ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মজাম্মেল হক এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম। এ সময় গ্রামীণফোন লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রধান বিক্রয় (সিলেট, ব্যবসা সার্কেল) দেবাশিস চৌধুরী এবং সার্কেল মানবসম্পদ প্রধান (সিলেট), কৌশলগত মানবসম্পদ অংশীদার (বিপণন ও সার্কেল মানবসম্পদ) মোহাম্মদ কাওসিক আহমেদ।

অনুষ্ঠানে গ্রামীণফোনের বিশেষজ্ঞরা ভবিষ্যৎ কর্মজীবনে প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা, গবেষণাভিত্তিক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের কৌশল নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করেন এবং উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার উপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।


এসএ/সিলেট