সড়ক নিরাপত্তায় যুগান্তকারী পদক্ষেপ

জাউয়াবাজারে হাইওয়ে পুলিশ ক্যাম্পের বর্ণিল উদ্বোধন, সড়ক নিরাপত্তায় নতুন দিগন্তের সূচনা

post-title

ছবি- মোঃ তাজিদুল ইসলাম

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের নতুন ক্যাম্পের উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। এ উপলক্ষে পুরো এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের প্রত্যাশিত এই ক্যাম্প চালুর মধ্য দিয়ে সড়ক নিরাপত্তা ও জনস্বার্থে নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা জাউয়াবাজারে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম জমকালো ভাবে ক্যাম্পটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী এবং সঞ্চালনা করেন শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট শিশির চন্দ্র দাস। 

প্রধান অতিথি ছিলেন সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়াবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ, সহকা‌রি পু‌লিশ সুপার মির্জা সাইফুদ্দীন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, প্রধান শিক্ষক মেজবাউজ্জামান শিলু, ব‌্যবসা‌য়ি আলমগীর হো‌সেন, ও‌সি আব্দুর র‌শিদ, আবু তা‌হের দে‌ওয়ান, সাইফুর রহমান, হা‌বিবুর রহমান, সঞ্জর চত্রুবতী, শুভ রঞ্জন চাকমা, ব‌্যবসা‌য়ি শ‌ফিউর রহমান, বাজা্র প‌রিচালনা ক‌মি‌টির সাধারন সম্পাদক কামাল উদ্দিন, সো‌য়েব আহমদ, সুনামগঞ্জ জেলা বাসনকার্যকরী প‌রিষদের সভাপ‌তি রোবহান উদ্দিন, সাংবা‌দিক মোশা‌হিদ আলী, মোশারক হো‌সেন, নুর মিয়া রাজু, মোশারক হো‌সেন, র‌হিম মেম্বার, শ্রমিক নেতা সো‌হেল আহমদ, ফয়জুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ততম জাউয়াবাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। নতুন ক্যাম্প চালুর ফলে যানবাহন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, চাঁদাবাজি ও ডাকাতি দমনে কার্যকর ভূমিকা রাখবে হাইওয়ে পুলিশ। এতে যাত্রীদের নিরাপদ যাতায়াতও নিশ্চিত হবে।

তাঁরা আরও জানান, পুলিশি টহল জোরদার হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। এতে শুধু চালকরাই নয়, সাধারণ যাত্রীরাও নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন। স্থানীয় ব্যবসায়ী মহল মনে করছেন, নিরাপদ সড়ক পরিবেশ এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

উদ্বোধন শেষে বিশেষ দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ক্যাম্প নির্মাণে এলাকার প্রবাসী ও বিত্তবানদের উদ্যোগে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

স্থানীয়রা আনন্দ প্রকাশ করে জানান, বহু প্রত্যাশিত এ হাইওয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধনের ফলে জননিরাপত্তা যেমন বৃদ্ধি পাবে, তেমনি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও অনেকটা হ্রাস পাবে।

এসএ/সিলেট