বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে...
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীরা বিগত সময়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে...
ছবি সংগৃহিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর সাথে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এ সভা হয়।
সভার শুরুতে পরিষদের সাধারণ সম্পাদক সোলেমান হোসেন (চুন্নু) সদস্যদের পরিচয় করিয়ে দেন। এসময় পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-কে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় পুলিশ কমিশনার আব্দুল শুদ্দুছ চৌধুরী হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া নবনিযুক্ত পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরীর আইনশৃঙ্খলা উন্নয়নে সবাইকে নিয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি বিরহী কালা মিয়া, সহ-সভাপতি আসাদুজ্জামান নূর, সহ সভাপতি সাংবাদিক এম এ হান্নান, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী রব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোলেমান হোসেন (চুন্নু), সহ সাধারণ সম্পাদক সৈয়দ নিয়াজ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলাউদ্দিন হোসেন শাহ, প্রচার সম্পাদক শাহান উদ্দিন নাজু, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন পীর, তথ্য ও গবেষণা সম্পাদক মো. কামাল, জেলা প্রচার সম্পাদক ছামির আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের খান।
এসএ/সিলেট