৩১ দফার অঙ্গীকারে ছাতক...
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে ছাতক উপজেলায় সৃষ্টি হয়েছে জনস্রোত। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক...
যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক থানার বিশেষ অভিযানে অস্ত্র, মাদক, পুলিশ এসল্ট, নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে পৃথক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারের পর আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে এসআই কামাল, এসআই সঞ্জয়, এসআই আখতার, এসআই সিকান্দর, এসআই বিন আমিন, এএসআই নাছির, এএসআই মহিউদ্দিন, এএসআই বিশ্বজিৎ ও এএসআই তোহাসহ একদল পুলিশ সদস্য অংশ নেন।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ তোফাজ্জল হোসেন (৩৭) – অস্ত্র আইন মামলা, মাদক মামলা ও পুলিশ এসল্ট মামলা, রেজাউল করিম ওরফে রেজাউল মিয়া (২৮) পুলিশ এসল্ট মামলা, আমির হোসেন ওরফে ইকবাল (২৯) পুলিশ এসল্ট মামলা, লায়েক হোসেন (২৬) পুলিশ এসল্ট মামলা, আফজাল হোসেন (২০) পুলিশ এসল্ট মামলা, মোঃ আব্দুল শহিদ (৪৫) নিয়মিত মামলার আসামী, মোঃ আব্দুল আজিজ সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
এ বিষয়ে ওসি মোঃ সফিকুল ইসলাম খান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, ছাতক থানার এ অভিযান এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।
এসএ/সিলেট