বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে...
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীরা বিগত সময়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে...
সিলেটে সভায় আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক
ছবি সংগৃহিত
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের বিনিয়োগকারী ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করে আইসিবি’র সিলেট শাখা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ বলেছেন, দেশের শেয়ার মার্কেটে সবচেয়ে বড় বিনিয়োগকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আইসিবি সবসময় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছে। এই প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
আইসিবি’র সিলেট শাখা প্রধান ডিজিএম মো. সোহেল আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত বিনিয়োগকারী ও সুধীজনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আরো বলেন, আমাদের কার্যক্রমের মূল লক্ষ্য হলো বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতির উপর ক্যাপিটাল মার্কেট নির্ভর করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই কর্পোরেশনের তদারকি করছেন। এতে করে প্রতিষ্ঠানটি আরো বিনিয়োগ বান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আইসিবি সিলেট শাখার প্রিন্সিপাল অফিসার অঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মাহমুদ। বিনিয়োগকারীদের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক কামাল আহমদ, ব্যবসায়ী জয়দেব শর্মা প্রমুখ।
এসএ/সিলেট