এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামী ১৬ অক্টোবর। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও...
ছবি সংগৃহিত
চাকরিপ্রত্যাশী কিংবা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রফেশনাল সিভি তৈরিতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান। এর আগে গতকাল ব্যক্তিগত সামাজিক মাধ্যম ফেইসবুকে তিনি এ ঘোষণা দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 'প্রফেশনাল সিভি বানানোর সঠিক ব্যবস্থা না থাকায় আমরা শাবিপ্রবি ছাত্রদল ‘জবংঁস ঈষরহরপ’ নামে একটি টিম গঠন করেছি।
এই টিমে আছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও শাবিপ্রবি ছাত্রদলের দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রিন্স, সহ-সভাপতি নাইম মুরসালিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম আবিদ সৌমিক, জিহাদ এবং কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আরও কয়েকজন শিক্ষার্থী।
এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ‘বাহিরে যাওয়ার ক্ষেত্রে কিংবা চাকরি ক্ষেত্রে প্রফেশনাল সিভি প্রয়োজন হয়, যেটা আমরা অনেকেই পাড়িনা। তাই আমরা চেষ্টা করেছি আমাদের ছাত্রদলের কয়েকজন শিক্ষার্থীরা মিলে একটি টিম গঠন করার। যাদের সিভি তৈরিতে সহযোগিতা লাগবে, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো। আমরা দ্রুত এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’
এসএ/সিলেট