খাদিমনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম

post-title

ছবি সংগৃহিত

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. সিরাজুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. সিরাজুল ইসলামকে খাদিমনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি কছির উদ্দিন চেয়ারম্যান দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ থাকায় কার্যক্রমে অক্ষম ছিলেন।

এ অবস্থায় সংগঠনের কার্যক্রমে শূন্যতা দেখা দিলে সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম মৌখিকভাবে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখার স্বার্থে নতুন ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম সকলকে সঙ্গে নিয়ে দলকে আরও শক্তিশালী, গতিশীল ও সক্রিয় করতে ভূমিকা রাখবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএ/সিলেট