৩১ দফার অঙ্গীকারে ছাতক...
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে ছাতক উপজেলায় সৃষ্টি হয়েছে জনস্রোত। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক...
ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন
ছবি সংগৃহীত
ইসলামি ইতিহাসে আবাবিল পাখির মতোই সমাজে আলো ছড়াচ্ছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সামাজিক সংগঠন ‘আবাবিল ইসলামি যুব সংঘ’। তরুণদের হাতে গড়া এ সংগঠনটি এলাকার অসহায়, নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ এ প্রশংসা করেন।
তিনি বলেন, “কেরআন শরিফে বর্ণিত আবাবিল পাখি যেমন কাবাঘর রক্ষা করেছিল, তেমনি এই সংগঠনের তরুণরা এলাকার মানুষের সেবায় নিবেদিত হয়ে কাজ করছে। তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত মাদ্রাসা, অসহায় রোগীদের চিকিৎসা সহযোগিতা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার।”
এসময় ইউএনও সংগঠনটির ভবিষ্যৎ কর্মসূচিতে প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন।
দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে প্রায় ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে ৫টি সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে একজন ক্যান্সার রোগী ও একজন প্রতিবন্ধী রোগীসহ তিনজনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আসাদুল্লাহ। বক্তব্য রাখেন সমাজসেবক মিরাজ আলী মাস্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন অর রশীদ, ডা. আব্দুল করিম, সমাজসেবক আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসাইন। এসময় সংগঠনের সেক্রেটারি দেওয়ান আলী, সমাজকর্মী মোফাজ্জল হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অলৌকিক আবাবিল পাখির মতোই দোয়ারাবাজারের ‘আবাবিল ইসলামি যুব সংঘ’ সমাজের অবহেলিত মানুষের ভরসার জায়গা হয়ে উঠছে। তাদের কার্যক্রম ইতিমধ্যেই প্রশাসনের দৃষ্টি কেড়েছে এবং স্থানীয়দের মধ্যে তৈরি করেছে নতুন এক আশার আলো।
এসএ/সিলেট