সংসদ পদপ্রার্থীর নির্বাচনী প্রচারণা

ছাতকে প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের গণসংযোগে জনতার ঢল

post-title

ছবি সংগৃহীত

তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ-০৫ (ছাতক-দোয়ারা) আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা হাফিজ মাওলানা আব্দুল কাদিরের নেতৃত্বে ছাতক পৌর ৪নং ওয়ার্ড ও সদর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে তিনি স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, বাজার, মসজিদ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে শিক্ষানুরাগী, সমাজসেবী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগে ছাতক পৌর শাখা, ৪নং ওয়ার্ড ও সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “খেলাফত মজলিস সর্বদা জনগণের অধিকার আদায়ে কাজ করে আসছে। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যোগ্য প্রার্থীকে বিজয়ী করবে।”

অন্যদিকে গণসংযোগকালে সর্বস্তরের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে এমপি পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরকে আন্তরিক স্বাগত জানান।

এসএ/সিলেট