শেরপুরে পুলিশ সুপারের হাতে হাইওয়ে...
“আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসা প্রত্যেক মুসলমানের জন্য পবিত্র দায়িত্ব”—এই আহ্বান জানিয়ে শেরপুর হাইওয়ে থানা জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন...
ছবি সংগৃহীত
সিলেট নগরীতে সড়ক শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ অভিযান শুরু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে একযোগে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।
সকাল থেকে নগরীর মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলায় এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এসময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র চেক করা হয়।
অভিযানের অংশ হিসেবে সকাল ১১টা পর্যন্ত অন্তত ২০টি অবৈধ অটোরিকশা আটক করে ডাম্পিংয়ে নেওয়া হয়েছে বলে জানান এসএমপির কর্মকর্তারা। এই অভিযানে অংশ নেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
পুলিশ কমিশনার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘নগরবাসীর ভোগান্তি কমানো, যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধই এই অভিযানের মূল উদ্দেশ্য। অবৈধ যানবাহন সরাতে আমরা আগে সময় দিয়েছি, মাইকিংও করেছি। এরপরও যারা নির্দেশনা মানছে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরও জানান, ‘নগরীতে আর কোনো অবৈধ সিএনজি অটোরিকশা বা ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না। পাশাপাশি নগরীর অনুমোদনহীন সিএনজি স্ট্যান্ডগুলো সরিয়ে সুনির্দিষ্ট পার্কিংয়ের জায়গা নির্ধারণের পরিকল্পনাও রয়েছে পুলিশের।
এর আগে সড়কে শৃঙ্খলা রক্ষায় এসএমপি আট দফা নির্দেশনা জারি করে। নির্দেশনাগুলোর মধ্যে ছিল-
১। যানজটমুক্ত নগরী গড়ে তুলতে সিলেট মহানগরীতে কোনো ব্যাটারি চালিত রিকশা রেজিস্ট্রেশনবিহীন বা ভুয়া নম্বর প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না।
২। অনুমোদিত স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যার বেশি সিএনজি চালিত অটোরিকশা রাখা যাবে না।
৩। অনুমোদনবিহীন ও অননুমোদিত স্থানে কোনো ধরনের পার্কিং করা যাবে না।
৪। মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কেই বাধ্যতামূলকভাবে হেলমেট পরিধান করতে হবে।
৫। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি প্রবেশ করতে পারবে না।
৬। বাস, মিনিবাস, কোচ, কার, মাইক্রোবাস ও হাইয়েসের চালকরা ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র ও সিটবেল্ট ছাড়া গাড়ি চালাতে পারবেন না।
৭। কোনো পরিবহনে অতিরিক্ত যাত্রী বা অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এছাড়া হেডলাইট, ব্রেক লাইট ও সিগন্যাল লাইট সঠিকভাবে সচল না থাকলে গাড়ি রাস্তায় নামানো যাবে না।
৮। সিলেট শহরের ভেতরে যত্রতত্র যাত্রী ওঠানামা করানো বা রাস্তার মাঝে গাড়ি পার্কিং করা যাবে না
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘অভিযান চলমান থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এসএ/সিলেট