সিলেট-৫ আসনে ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঘরে ঘরে যেতে হবে: মামুনুর রশিদ চাকসু

post-title

ছবি সংগৃহিত

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের নিয়ে কানাইঘাট-জকিগঞ্জ উপজেলায় কর্মীসভা, সভা-সমাবেশ, গণসংযোগ, মতবিনিময় অব্যাহত রেখেছেন।

এরই ধারাবাহিকতা রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কানাইঘাট পৌরশহরের ইউনিক কমিউনিট সেন্টারে কানাইঘাট উপজেলার ৬টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ (চাকসু মামুন) বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের সকল ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

বিএনপির বিরুদ্ধে নানাভাবে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তাদের এ সকল অপপ্রচারের জবাব দিতে হবে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের আদর্শকে তুলে ধরতে এবং গঠনমূলক প্রচার-প্রচারচনা চালাতে হবে। এখন থেকে ঘরে ঘরে বিএনপির দাওয়াত পৌঁছে দিতে হবে, এজন্য গ্রাম থেকে গ্রামান্তরে আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে পৌঁছাতে হবে।

তিনি আরো বলেন, কানাইঘাট-জকিগঞ্জ স্বাধীনতা পরবর্তী কাঙ্খিত উন্নয়ন হয়নি। এ জনপদের উন্নয়ন করতে হলে বিএনপির কোন বিকল্প নেই। ধানের শীষের প্রার্থী এ আসন থেকে জয়ী হলে এ অঞ্চলের মানুষের প্রাপ্তি প্রত্যাশা পূরণ হবে। মামুনুর রশিদ বলেন, বিএনপি আমাকে এ আসন থেকে মনোনয়ন দিলে মানুষের আশা-আকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাবো। এছাড়াও তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় কানাইঘাটের প্রত্যেকটি মন্ডপে বিএনপির নেতাকর্মীদের যেতে হবে এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের ভাইদের সহযোগিতা ও তাদের পাশে থাকতে হবে। প্রয়োজনে প্রতিটি মন্ডপ পাহাড়া দিতে হবে, কারন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

উপজেলা বিএনপির সহ সভাপতি ডাঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, জেলা কৃষকদলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি বিএনপির সভাপতি কামাল আহমদ মেম্বার, বড়চতুল ইউপি বিএনপির সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক সুলেমান রশিদ।
কর্মী সভায় দলকে ঢেলে সাজানো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি এবং ৬টি ইউনিয়ন ইউপি ও অঙ্গসহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

কর্মী সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মী সভায় জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খানের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এসএ/সিলেট