জানুয়ারিতে নতুন বই কবে হাতে পাবে শিক্ষার্থীরা , জানালেন অর্থ উপদেষ্টা

post-title

ছবি সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা জানুয়ারিতে নতুন পাঠ্যবই হাতে পাবেন।

রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন, তা চলতি মাসেই চূড়ান্ত করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, গত বছরে বই ছাপানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া ব্যক্তিদের এবার এই কাজ দেওয়া হবে না।

এসএ/সিলেট