ভোক্তাদের অধিকার রক্ষায় তরুণ সমাজকে...
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. সৈয়দ মিজানুর...
ছবি সংগৃহিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্যা নোমানি চৌধুরী ট্রাস্ট কর্তৃক ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনামূলক সেশন ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ‘সাস্ট ক্যারিয়ার ক্লাবের’ পরিচালনায় শাবিপ্রবির আইসিটি ভবনের ১নম্বর গ্যালারীতে অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী মো. ইয়াজ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সহকারি-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।
প্রধান বক্তা ছিলেন- যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো.মুশফিক উদ্দিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং ও টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, ব্যবসায় প্রশাসন বিভাগ অধ্যাপক ড. মো.আশরাফুল ফেরদৌস চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগ অধ্যাপক ড. ফজলে এলাহি মো.ফয়সাল।
সেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়, যা নিঃসন্দেহে ক্যারিয়ার নিয়ে উৎসুক শিক্ষার্থীদের আরো আগ্রহী করে তুলবে।সেশন শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এসএ/সিলেট