বিভেদ নয়, ঐক্যের ভিত্তিতেই কল্যাণমূলক...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির–এর সমর্থনে...
ছবি সংগৃহিত
সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১২টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের শাহাপুর এলাকায় এ অভিযান চালায় আশাউড়া বিওপির বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে ভারত থেকে অবৈধভাবে গরুগুলো বাংলাদেশে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা গরুগুলো আটক করেন। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। আটক করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, ‘সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। আটক গরুগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
এসএ/সিলেট