জাফলংয়ে নিখোঁজের এক সপ্তাহ পর ভেসে উঠলো পর্যটকের মরদেহ

post-title

ছবি সংগৃহিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে  ঘুরতে এসে পানিতে ডুবে আবু সুফিয়ান (২৬) নামের এক পর্যটকের মরদেহ ঘটনার এক সপ্তাহ পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার লাশ সনাক্ত করেছে থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পর্যটক আবু সুফিয়ানের মরদেহ ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিখোঁজ সুফিয়ানের মরদেহ বলে শনাক্ত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে নিখোঁজ সুফিয়ানের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। সুফিয়ান পেশায় একজন ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

এর আগে, গত (১০ সেপ্টেম্বর) বুধবার বিকেলে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। ঘটনার এক সপ্তাহ পর জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার লাশ ভেসে উঠে। সুফিয়ানসহ ৮জন মিলে বুধবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে।

বিকেলের দিকে সবাই সাঁতার কাটতে নদীর পানিতে নামলে স্রোতের টানে তারা তলিয়ে যায়। এসময় বাকিরা তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সুফিয়ান। খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

এসএ/সিলেট