সিলেটে হত্যা মামলায় আসামির কম্বল পেঁচিয়ে আত্মহত্যা

post-title

ছবি সংগৃহিত

সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -র‌্যাব-৯ এর হেফাজতে থাকা এক আসামি আত্মহত্যা করেছেন।

তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেটরের সাথে গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম তানভীর চৌধুরী। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি। শনিবার সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

কে এম শহিদুল ইসলাম সোহাগ এ ব্যাপারে বলেন, র‌্যাবের হেফাজতে থাকা নওগাঁ জেলার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরীকে শনিবার জৈন্তাপুর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেটরের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

তিনি আরও বলেন, রবিবার নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। সোমবার ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


এসএ/সিলেট