সিলেট সীমান্ত দিয়ে ভারত...
সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ি শুক্রবার ও আগের দিন...
ছবি সংগৃহীত
নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম সিলেটের আবাসিক হোটেল মালিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
রবিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন্স হলরুমে নবনিযুক্ত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সভাপতিত্বে সভায় হোটেল মালিকগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশ কমিশনার তা সমাধানে আশ্বাস প্রদান করেন। পুলিশ কমিশনার হোটেল মালিকদের উদ্দেশ্যে বলেন, শহরে আগত বর্ডারদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আধুনিক মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেন, যার মাধ্যমে তারা রেজিস্ট্রেশন ও অগ্রিম হোটেল বুকিং করতে পারবে।
এতে হয়রানি কমবে ও নিরাপত্তা জোরদার হবে। সিলেটে আগত পর্যটকরা গাড়ি ভাড়া, চুরি ও ছিনতাইয়ের সমস্যায় পড়েন। হোটেল মালিকরা যদি পর্যটকদের ভ্রমণে সহযোগিতা করেন, তবে নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি হোটেল ব্যবসাও সমৃদ্ধ হবে। প্রতিটি হোটেলে কার্যকর সিসিটিভি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন ও তা নিয়মিত পরীক্ষা করতে হবে। বর্ডারদের এনআইডি বা জন্মনিবন্ধন যাচাই করে রুম বরাদ্দ দিতে হবে। পরিচয়পত্র না থাকলে, পুলিশ ক্লিয়ারেন্স সাপেক্ষে রুম বরাদ্দের পরামর্শ দেন। তিনি "জিনিয়া অ্যাপস"-এর গুরুত্ব তুলে ধরে বলেন, এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা জরুরি মুহূর্তে সহজেই পুলিশের সহায়তা পাবেন, যা নিরাপদ শহর গড়তে সহায়ক হবে।
তিনি আরও বলেন, কিছু হোটেলে অনৈতিক কর্মকাণ্ড শহরের সুনাম ক্ষুণ্ন করছে। এসব রোধে পুলিশের অভিযান চলমান থাকবে। তিনি সকলকে আইন মেনে হোটেল পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, সবার সহযোগিতায় সিলেটকে একটি নিরাপদ ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।
উক্ত সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও আবাসিক হোটেল মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট