সিলেট বাণী কার্যালয়ে এসে অতীতের স্মৃতিচারণ করলেন প্রবাসী সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী

post-title

ছবি সংগৃহিত

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এমনি বৃষ্টি ভেজা দুপুরে দৈনিক সিলেট বাণী কার্যালয়ে হঠাৎ এসে উপস্থিত হন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট কমিউনিটি সংগঠক ও যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটস এর এসপায়ার পার্টির চেয়ারম্যান কেএম আবু তাহের চৌধুরী। এসময় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন সিলেট বাণী পরিবারের সদস্যবৃন্দ।

এরপর তিনি সিলেটের প্রাচীনতম এ পত্রিকার অতীতের স্মৃতিচারণ করে বলেন, পত্রিকাটির প্রতিষ্ঠাতাদাতা সম্পাদক সাদা মনের মানুষ মোহাম্মদ জাহিরুল হক চৌধুরীর সাথে ছিল তার আত্মার সম্পর্ক। এজন্য সময় সুযোগ পেলেই হৃদয়ের টানে সিলেট বাণী কার্যালয়ে ছুটে আসেন তিনি। প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে প্রকাশনা এখনও অব্যাহত থাকায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পত্রিকার সম্পাদক ওবায়দুল হক চৌধুরীর সাথে মুঠোফোনে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অতীতের নানা স্মৃতি উল্লেখ করে নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি এম এ হান্নানসহ পত্রিকার সদস্যবৃন্দের সাথে খোশগল্পে মেতে উঠেন তিনি। এসময় তাদের সাথে যোগ দেন সিলেটের প্রবীণ সাংবাদিক, লেখক, গবেষক, বহুগ্রন্থের প্রণেতা ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুহাম্মদ ফয়জুর রহমান। এভাবেই রবিবারে ভরদুপুর কেটে যায় তাদের। 

সবশেষে প্রতিষ্ঠাতা সম্পাদকের রুহের আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, গত শনিবার সন্ধ্যায় কেএম আবু তাহের চৌধুরী রচিত ‘রঙের দুনিয়া’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট এই সাংবাদিক সাপ্তাহিক লন্ডন বাংলা পত্রিকার সম্পাদক, সাপ্তাহিক ইউরো বাংলা’র চেয়ারম্যান ও প্রধান সম্পাদক, বাংলাদেশ পোস্ট পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বৃটেনের স্যাটেলাইট টিভি চ্যানেল এস, ইউরো বাংলা টিভি, সিলেট টিভি চ্যানেলের জনপ্রিয় উপস্থাপক ছিলেন।



এসএ/সিলেট