সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৩ কোটির চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। পৃথক অভিযান চালিয়ে ১৯ ও ৪৮ বিজিবি এই চালান জব্দ করে।

এরমধ্যে শুক্রবার (১২ সেপ্টেম্বর) ও গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)  সীমান্তবর্তী এলাকা তামাবিল, পান্থুমাই, সংগ্রাম বাংলাবাজার এবং মিনাটিলা বিওপি এলাকায় মেজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালায় বিজিবি। এসময় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী—ক্লপ জি ক্রিম, হোয়াইটটোন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, স্কিন সাইন ক্রিম, মোস্তাক ফেসওয়াশ, নাসির উদ্দিন বিড়ি, কিটক্যাট, জিরা, বিস্কুট, ফুচকা, চিনি—সহ নানা পণ্য জব্দ করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, ট্রাক এবং অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত ডাম্পার আটক করে বিজিবি। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৭৭ হাজার ৬৬৫ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বাত্মক অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক এই অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল সমূহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে, শুক্রবার বিজিবি ১৯ ব্যাটালিয়ন (জকিগঞ্জ ব্যাটালিয়ন) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে এসব পশু ও পণ্য জব্দ করে। তবে এসময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। অভিযান টের পেয়ে পালিয়ে গেছে তারা।

বিজিবি জানায়, শুক্রবার রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি সীমান্ত ফাঁড়ির একটি টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ৭টি মহিষ আটক করে। আটক মহিষের মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

একই রাত ১টার দিকে জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহল দল ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরুর ৬টি বাছুর ও ১টি গরু আট ককরে। আটক গরু ও বাছুরের মূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা বলে বিজিবি  জানিয়েছে।

এছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত ফাঁড়ির টহল দল হাপারমুখ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় পান জব্দ করে।

সীমান্তে চোরাচালানবিরোধী এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার।

এসএ/সিলেট