আখালিয়ায় মাদ্রাসা ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগে অধ্যক্ষ কারাগারে

post-title

ছবি সংগৃহীত

সিলেট নগরীর আখালিয়ায় মাদ্রাসা ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগে অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম লোকমান আহমদ (৫০)। তিনি আখালিয়া নতুনবাজার এলাকার হুসাইন আহমদের ছেলে।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মইয়ারচর থেকে তাকে গ্রেপ্তার করে জালালাবাদ থানাপুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

জানা গেছে, জালালাবাদ থানাধীন আখালিয়া নতুনবাজারস্ত মাদরাসাতুল কুরআন ওয়াস সুন্নাহ’র ১১ বছর বয়সী এক ছাত্রকে শারীরিক নির্যাতন করেন অধ্যক্ষ লোকমান। ওই ছাত্রটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওই মাদ্রাসায় ভর্তি হয়ে হিফজ বিভাগে পড়ছিল।

গত ২ ও ২ সেপ্টেম্বর সকাল ৭ ও ৮ টার দিকে অধ্যক্ষ লোকমান ক্লাস চলাকালে ও অফিসকক্ষে ভিকটিমকে মারধর করেন। এতে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা যায়। বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে তারা ৩ সেপ্টেম্বর মাদ্রাসায় গিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পরে তার মা বাদী হয়ে শিশু নির্যাতন আইনে জালালাবাদ থানায় একটি মামলা (নং ৪/১১৭) দায়ের করেন।

এসএ/সিলেট