ধলাই সেতুর নিচ থেকে বালু...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে আটক করেছে টাস্কফোর্স। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১...
সিলেটবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন
ছবি সংগৃহিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত ‘প্রেস’ ঢাকায় স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে সম্মিলিত আন্দোলন সফল হয়েছে বলে জানিয়েছেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্নেল (অব.) আতাউর রহমান পীর। রোববার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটবাসীর ব্যানারে ভুমি মালিকদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি দুষ্টুচক্র পরিকল্পিতভাবে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত ‘প্রেস’ ঢাকায় স্থানান্তরের পাঁয়তারা চালায়।
এর প্রতিবাদে সিলেটবাসীর ব্যানারে আমরা রাজপথে নামি। গণমাধ্যমকর্মীরাও বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবেদন করেন। রাজনীতিবিদরাও আমাদের পাশে দাঁড়ান। সম্মিলিত প্রচেষ্টায় সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়।
তিনি বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন, রোববার ভূমি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন (সিনিয়র তথ্য অফিসার) স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, ‘সিলেট জোনাল সেটেলমেন্ট প্রেসটি আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এটি সরানোর কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ সরকারের নেই’।
সেই তথ্য বিবরণীতে আরো উল্লেখ করা হয় ‘সিলেট বিভাগের আওতাধীন ৩৬টি উপজেলায় ভূমি জরিপ কার্যক্রম শুরু হয় ১৯৮৭-৮৮ সালে। সেই থেকে আজ পর্যন্ত সিলেটে জরিপ কার্যক্রম চলমান রয়েছে। ভ‚মি মন্ত্রণালয় ভ‚মিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।
জনস্বার্থে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে ২০১২ সালে এই মিনি প্রেস স্থাপিত হয়। সিলেট জোনাল সেটেলমেন্ট প্রেসটি আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এটি সরানোর কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ সরকারের নেই।
সংবাদ সম্মেলনে আতাউর রহমান পীর আরো বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল সিলেট। বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত চায়ের দেশ হিসেবে বিখ্যাত এই জনপদ নানাভাবে লাঞ্ছনা বঞ্চনার শিকার। অথচ এই সিলেটই দেশের ভেঙ্গ পড়া অর্থনীতির চালিকা শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা এর আগে ২৪ আগস্ট সংবাদ সম্মেলন করে জানিয়েছিলাম সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত ‘প্রেস’ ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। ওই প্রেস’ ঢাকায় স্থানান্তরের বিষয়ে আপডেট জানাতেই আজ আবার সংবাদ সম্মেলনের আেেয়াজন করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি আেেরা বলেন, সিলেটবাসীর স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সিলেটের রাজনৈতিক দল ও দলের নেতারা সবসময়ই ঐক্যবদ্ধ। এবারের এই আন্দোলনেও সবাই ভূমিকা রেখেছেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়াপর্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির শুরু থেকেই আমাদের সঙ্গে ছিলেন। তিনি ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও ভূমি সচিবের সাথে দফায় দফায় কথা বলে সিলেটবাসীর এই দাবির বিষয়ে বুঝাতে সক্ষম হন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীও ভূমি উপদেষ্টা ও ভূমি সচিবের সাথে কথা বলেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান লোদী কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী আমাদের সঙ্গে মানববন্ধনে সরাসরি উপস্থিত হয়ে ও সার্বিক আন্দোলনে পরামর্শ দিয়ে সঙ্গে ছিলেন। আজকের এই দিনে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই সফলতা সকল সিলেটপ্রেমী মানুষের বলে আখ্য়ায়িত করেন। তিনি ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও সিনিয়র সচিব এস এম সালেহ আহমদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিলেটবাসীর পক্ষে এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যন ও সমাজসেবক আবুল কাশেম, সমাজসেবক জাহেদ আহমদ, রোটারিয়ান কামাল উদ্দিন ভুইয়া প্রমুখ।
এসএ/সিলেট