বিভেদ নয়, ঐক্যের ভিত্তিতেই কল্যাণমূলক...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির–এর সমর্থনে...
ছবি সংগৃহীত
ছাতক সংবাদদাতা::: যুক্তরাজ্য থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে খেলাফত মজলিস মনোনীত সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির দেশে ফিরেছেন।
শুক্রবার দুপুরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে খেলাফত মজলিসের কেন্দ্রীয়, সিলেট মহানগর ও সুনামগঞ্জ জেলার শীর্ষ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করেন। বিমানবন্দর প্রাঙ্গণেই তিনি দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এরপর দিনব্যাপী শত শত মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে তিনি রওনা দেন নিজের নির্বাচনী এলাকা ছাতক-দোয়ারাবাজারের উদ্দেশ্যে। যাত্রাপথে গোবিন্দগঞ্জ পয়েন্টে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
পরে তিনি ছাতকের ঐতিহ্যবাহী জাউয়াবাজারে প্রথম পথসভায় যোগ দেন। সেখানে খেলাফত মজলিস ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল কাদির।
তিনি বলেন, “জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই ছাতক-দোয়ারাবাজারবাসীর কল্যাণে কাজ করতে। ইসলাম ও দেশপ্রেমের রাজনীতিই আমাদের আদর্শ।”
পরে ধারনবাজার, গোবিন্দগঞ্জ, পৌরশহর ছাতক ও দোয়ারাবাজারে মাওলানা জহির আহমেদ ও মাওলানা মইনুল হক'র যৌথ সভাপতিত্বে, মাওলানা জাকির হোসাইন সায়িদ ও মাওলানা উমায়রুল ইসলামের পরিচালনায় আরও কয়েকটি পথসভায় অংশ নিয়ে তিনি গণমানুষের সাথে মতবিনিময় করেন।
এসব সভায় তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা ও যুব সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা সদরুল আমিন, মাওলানা আকিক হোসাইন, মাওলানা আখতার হোসাইন, মাও বুরহান উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাও আখতার হোসাইন আতিক, মাও শাব্বির আহমদ, ফারুক আহমদ জাবেদ, কামরুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আলী খান, মাওলানা ওবায়দুর রহমান, মুশাহিদ আলী, সাংবাদিক এম এ রহিম, মুফতি আব্দুর রব, হাফিজ তহুর আহমদ নোমান, এনামুল হক আলী, আব্দুর রহমান, কামাল উদ্দিন, আব্দুল ওয়াদুদ, মাওলানা জুনাইদ আহমদ, কাওছার আহমদ, কে এম সুলাইমান আহমেদ তালুকদার, ইমাম উদ্দিন আল মামুন, মাওলানা জুবায়ের আহমদ, মোবারক হোসাইন, আলী আজমান ফয়েজী সহ স্থানীয় নেতা কর্মীরা প্রমূখ।
স্থানীয় জনগণ ও খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। প্রতিটি সভাস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হাফিজ মাওলানা আব্দুল কাদির একজন সৎ ও যোগ্য প্রার্থী, যিনি জনগণের সেবায় নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন।
এসএ/সিলেট