জাফলং পরিদর্শনে সিলেটের নবাগত জেলা প্রশাসক মো: সারোয়ার আলম

post-title

ছবি সংগৃহিত

সিলেটের নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যে দেশের অন্যতম পর্যটন এলাকা জাফলং পরিদর্শন করলেন মো. সারোয়ার আলম।

বৃহস্পতিবার (২৮আগস্ট) সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলাস্থ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও নান্দনিক সৌন্দর্যের অপার এবং সরকারের ইসিএভূক্ত এলাকা জাফলং জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন তিনি। পরিদর্শনকালে জাফলংয়ের বালু-পাথর উত্তোলন না করার নির্দেশ দিয়ে শীগ্রই অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে স্থানীয়দের জানিয়েছেন সারোয়ার আলম।

জাফলং পরিদর্শন শেষে গণমাধ্যমকে জানান, পর্যটন এলাকাখ্যাত জাফলং, বিছানাকান্দি এলাকা থেকে লুট হওয়া পাথর ও অবৈধ এবং  অপরিকল্পিতভাবে গণহারে খনন রোধ করতে হবে। পাথর লুট ও অবৈধ খনন রোধের পাশাপাশি পর্যটন খাতের সকল শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ করা ছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলাও করতে হবে।

এজন্য সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতার একান্ত প্রয়োজন। এছাড়াও সমাজের সকল অপরাধ প্রবনতা দূরীকরণে সরকারের পাশাপাশি দেশের সচেতন নাগরিক হিসেবে সকলের ঐকান্তিকতার প্রয়োজন বলে তিনি মনে করেন। জাফলং পরিদর্শন শেষে বেলা ১টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক দপ্তর, গোয়াইনঘাট থানা,গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন তিনি।

তিনি পরিবেশ, পর্যটন, শিক্ষা, আইনশৃঙ্খলা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করে তিনি আরো বলেন, “সিলেট হলো প্রকৃতিকন্যা। এখানে পরিবেশকে ঠিক রেখে সব কাজ করতে হবে। এ জন্য তিনি সিলেটের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন। জাফলং পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী,পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা সারোয়ার আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইউনূস আলী প্রমুখ।


এসএ/সিলেট