সিলেট সীমান্ত দিয়ে ভারত...
সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ি শুক্রবার ও আগের দিন...
ছবি সংগৃহিত
জরুরী মেরামত কাজের জন্য সিলেটের কয়েকটি এলাকায় শনিবার ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নিয়ন্ত্রনাধীন ১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ গাছ-পালার শাখা প্রশাখা কর্তন ও বিদ্যুৎবিতরণ ব্যবস্থা উন্নয়নমূলক কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।
এলাকাগুলো হচ্ছে, কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও আশপাশএলাকায়। কাজী জালালউদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানি যাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ ও আশপাশ এলাকায় বালুচর, শান্তিবাগ আ/এ, সোনারবাংলা আ/এ, নতুনবাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর, ছড়ারপাড়, ফোকাস এবং এর আশাপাশ।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। সাময়িক অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
এসএ/সিলেট