সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে...
সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকালে আঞ্চলিক মহাসড়কের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়,...
ছবি সংগৃহিত
ছাতক সংবাদদাতা:: সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ১৫ জন, মাদক মামলার ২ জন ও ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ( ২৩ আগষ্ট) ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই সাদেক, এসআই রাহিম, এসআই মোফাখখারুল, এসআই মঞ্জুরুল, এসআই বিন আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই মহি উদ্দিন, এএসআই তোহা সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
নিয়মিত মামলার আসামী ১৫ জন এফআইআর নং-২১, তারিখ-২৩ আগস্ট ২০২৫, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৮০/৪২৭/১১৪/৫০৬/৩৪ পেনাল কোডে আসামী আমীর আলী (৩৫), হাসান (২৪), রুহিতুল ইসলাম নাহিদ (১৮), আব্দুল্লাহ (১৮), সাইদুর রহমান (২০), সিফাতুল ইসলাম ইমন (১৮), কবির আহমদ (২০), মাসুম আহম্মদ (১৮), রুহুল আমীন (২১), নাইমুর রহমান (২২), সালামিন আহমদ (১৮), লাহিন আহমদ (১৯), জয়নুল আবেদীন (১৮), কামরান আহমদ (২২)। মামলা নং-২২(৫)২০২৫, ধারা-৩০২/২৪ পেনাল কোডে আসামী রেদওয়ান হোসেন ওরফে রেদওয়ান আহমদ (২৩)। মাদক মামলার আসামী মামলা নং-২০(৮)২০২৫, জিআর-২৪২ শ্রী সুবাস দাস (১৯), মো. জাহাঙ্গীর আলম ওরফে রফিক (৩১)। সিআর-২৬৩২/২৪(কোতয়ালী) মামলার আসামী মো. লালন মিয়া (৩৮)।
ছাতক থানা ইনচার্জ মো. সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
এসএ/সিলেট