আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ...
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা। আর তা বাস্তবায়নে দরকার একটি...
সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়
ছবি সংগৃহিত
সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তারা বলেছেন, তাদের কার্যক্রমের অন্যতম লক্ষ্য শিশুদের কল্যাণ। পাশাপাশি সমাজের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নেও নেয়া হয়েছে নানা কর্মসূচি।
তারা আরো জানান, ২০১৪ সাল থেকে সিলেট সদর, গোয়াইনঘাট, সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও ধর্মপাশায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুই জেলার এই পাঁচ উপজেলায় ১৫ হাজার ৬৫৬ জন শিশুর জীবন মান উন্নয়নকে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠির শিশুরা এর সুফল ভোগ করছে।
বুধবার নগরীর দরগাগেইটস্থ একটি অভিজাত হোটেলে সিলেটে কর্মরত সাংবাদিকদের নিয়ে শিশু কল্যাণ বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার জাবির আহমদ নোমান।
মতবিনিময় সভায় সংস্থার পক্ষ থেকে গত এক বছরে সিলেট ও সুনামগঞ্জের ৫ উপজেলায় শিশু কল্যাণ ও হতদরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে গৃহিত কার্যক্রমের অংশ বিশেষ তুলে ধরা হয়। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ১ হাজার ৩৯৩টি স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬টি ওয়াশ ব্লক নির্মাণ, ৩টি পাইপ লাইন ওয়াটার সিস্টেম স্থাপন, ২২টি সাবমার্সেবল টিউবওয়েল স্থাপন, পাঁচ বছরের নীচে ২৩ হাজার শিশুদের জিএমপি বাস্তবায়ন করা এবং অপুষ্টি দুরীকরণে সচেতনতা বৃদ্ধি, আয়বৃদ্ধিমূলক কাজে উৎসাহিত করতে ১ হাজার ৩২০ জনকে ১৮ হাজার টাকা করে বিতরণ, ১ হাজার ৫৮৫ পরিবারে ১৫ হাজার ৪শ’ হাঁস বিতরণ এবং ৫ শূন্য প্লাস ক্যাম্পেইন এর প্রচারণা ইত্যাদি।
সভায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের লিড কো-অর্ডিনেটর ফিল্ড কমিউনিকেশনস আবোনি আলবার্ট রোজরিও বলেন, আমাদের কর্মকান্ডে হাঁস মোরগ ও গবাদি পশু বিতরণ হয়ে থাকে, যা শিশু কল্যাণের সাথে সম্পৃক্ত। কারণ শিশুর অভিভাবকরা এ থেকে উপকৃত হলে শিশু অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে কাজল এ দ্রং বলেন, কর্ম এলাকায় জরিপের ভিত্তিতে এবং এলাকাবাসীর মাধ্যমে সমস্যা চিহ্নিত করে কাজ করে ওয়ার্ল্ড ভিশন। এ ক্ষেত্রে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে কার্যক্রম সফল বাস্তবায়নের প্রচেষ্টা চালানো হয়। প্রজেক্টের মেয়াদ শেষ হলেও ভিডিসি, সিভিও, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে কার্যক্রম হস্তান্তর করা হয়ে থাকে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় শিশু কল্যাণে কার্যক্রম জোরদারে মতামত তুলে ধরে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক আমার দেশ’র ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাবেক সহ-সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সাবেক সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক সুরমা মেইল এর প্রধান সম্পাদক সেলিম আউয়াল, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক জনতার সিলেট ব্যুরো প্রধান কামাল উদ্দিন আহমদ, দৈনিক ভোরের কাগজ-এর সিলেট ব্যুরো প্রধান ফারুক আহমদ, দৈনিক জালালাবাদের বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, আমার কাগজ এর সিলেট প্রতিনিধি আনাস হাবিব কলিন্স, বণিক বার্তার সিলেট প্রতিনিধি নূর আহমদ, বাংলা মিরর ইউকে’র সিলেট প্রতিনিধি এনামুল হক রেনু, ডেইলি স্টারের ফটো সাংবাদিক শেখ নাসির, দৈনিক উত্তর পূর্বের স্টাফ রিপোর্টার বাপ্পা মৈত্র, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি লবিব আহমদ, জাগো নিউজ এর আহমদ জামিল প্রমুখ।
সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন প্রোগ্রাম আফিসার আশুতোষ রেমা, অশেষ রেমা, শিশু সুরক্ষা অফিসার অ্যান্তনী রংদী, ইয়ং প্রোফেশনাল পাবেল হুসেন এবং অতি দাস ।
এসএ/সিলেট