গোলাপগঞ্জে রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার

post-title

ছবি সংগৃহিত

সিলেটের গোলাপগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের পাশ থেকে একটি দেশীয় রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, বুধবার (২০ আগস্ট) রাত ১০টায়  গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালানো হয়।

এসময় বিদ্যালয়ের টয়লেটের দক্ষিণ পাশে ঘাসের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি দেশীয় রিভলভার, ৩ রাউন্ড পিতলের গুলি ও ১ রাউন্ড স্টিলের গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য গোলাপগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

এসএ/সিলেট