সুনামগঞ্জে রোশনা হত্যা: ছেলের...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আলোচিত রোশনা হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড ও মায়ের যাবজ্জীবন কারাদণ্ড ও এক জনের ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার বিকালে...
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আলোচিত রোশনা হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড ও মায়ের যাবজ্জীবন কারাদণ্ড ও এক জনের ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
বুধবার বিকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) তেহসিন ইফতেখার এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, বিশ্বম্ভপুর উপজেলার মৌয়াকুড়া গ্রামের আঃ মজিদের পুত্র মো. আরাধন মিয়া। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন আ. মজিদের স্ত্রী- শমলা বেগম ওরফে ছমলা এবং একই গ্রামের আব্দুল জলিলের ছেলে লালু মিয়া।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. শেরেনুর আলী জানান, ২০১১ সালের ২১ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা মৃত তালেব হোসনের জমিতে আসামীরা পূর্বপরিকল্পিত ভাবে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে আসে। এসময় বাধা দিলে রোশনা বেগমের ঘাড়ে কোপ দেয় আরাধন, এতে ঘটনাস্থলেই রোশনা বেগম মারা যান।
প্রায় ১৪ বছর বিচারকাজ সম্পন্ন হওয়ার পর বুধবার বিকেলে এই হত্যা মামলার রায় ঘোষণা হয়। আদালতের এমন রায়ে সন্তুষ রাষ্ট্রপক্ষ।
আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে জানান বাদী পক্ষের আইনজীবী মো. আবুল বাশার।
এসএ/সিলেট