জৈন্তাপুর ও লালাখাল এলাকায় বালু...
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও লালাখাল এলাকায় জাতীয় সম্পদ বালু ও পাথরের অবাধ লুটপাট বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান বজায় রেখেছে।...
ছবি সংগৃহিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে ‘উপজেলা ও পৌর’ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ওই র্যালী ও সভা অনুষ্ঠিত হয়। পৌর শহরের নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে অনুষ্ঠিত সভাস্থলে এসে শেষ হয়।
র্যালী শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের টিম লিডার দেলোয়ার হোসেন চৌধুরী।
উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশিকুর রহমান রানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া।
বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তসলিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রভেল।
সভায় বক্তারা বলেন, ফ্যাসীবাদি আওয়ামী লীগের শাসনামলের বিগত ১৫ বছর বিএনপির দুসময়ে ওই এলাকায় দলের কার্যক্রম দক্ষতার সাথে চালিয়ে গেছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ধানের শীষে বিপুল পরিমাণ ভোট দিয়ে তাহসিনা রুশদীর লুনাকে নির্বাচিত করে এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মী’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
বক্তারা আরোও বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে বিগত সময়ে সিলেটের কোটি মানুষের প্রাণের নেতা এম. ইলিয়াস আলী’সহ অনেক নেতাকর্মীকে গুম করে ছিল আওয়ামী লীগ। আর বর্তমানে এক শ্রেণীর বাটপাররা ওই অঞ্চলে বিএনপির ঐক্য বিনষ্ট করার জন্য শকুনের চোখ ফেলেছে। তাই ষড়যন্ত্রকারীদের ফাঁদে কেউ যাতে পা না দেন এব্যাপারে আমাদের সবাইকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে।
এসময় র্যালী ও সভায় উপজেলা-পৌর-ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট