শায়েস্তাগঞ্জে বজ্রপাতে কিশোরের...
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে চানপুর গ্রামে বজ্রপাতে মোঃ রেজাউল হক (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই...
এনসিপি’র পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন
ছবি সংগৃহীত
হবিগঞ্জে এনসিপি’র পদযাত্রা নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে শহরের আমিরচাঁন কমপ্লেক্সের স্কাই কিং রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ২০২৫ ও ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির হবিগঞ্জ জেলা আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ২৪ জুলাই হবিগঞ্জ আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
পদযাত্রাকে ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২৪ জুলাই বিকেল ৪টায় হবিগঞ্জ শহরের নিমতলা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে শহরে এক পদযাত্রা অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমাদের পদযাত্রাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ সুপারের সাথে আলোচনা হয়েছে। তারা আমাদের আশ্বাস প্রদান করেছেন যে তারা যথাযথ ব্যবস্থা নিবেন।
পদযাত্রাকে ঘিরে কোন হুমকি রয়েছে কি না জানতে চাইলে আবু হেনা মোস্তফা কামাল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের কিছু কিছু নেতাকর্মীর মধ্যে একজন আমাদেরকে ফেসবুকে হুমকি দিয়ে বলেছে হবিগঞ্জবাসিও গোপালগঞ্জের মতো ট্যাংক দেখবে। বিষয়টি আমরা প্রশাসনকে অবগত করেছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক ও হবিগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারি নাহিদ উদ্দিন তারেক, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি হবিগঞ্জের সদস্য সচিব এডভোকেট ফখরুদ্দিন জাকি, আব্দুল বাছিত, আনোয়ার হোসেন, একেএম নাছিম, সামির রহমান, মীর দুলাল, তাষার পাঠান, মিরাজুল হক সজিব ও সাইদুর রহমান প্রমুখ।
এসএ/সিলেট