এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলায়...
এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ মামলায় সাক্ষী দিয়েছেন আরও দু’জন। সোমবার (১৯ মে) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের...
ছবি সংগৃহিত
সিলেট নগরীর বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ মে) বিকাল পৌনে ৩টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আইটপাড়া গ্রামের ইউসুফ মিয়ার পুত্র বর্তমানে সিলেটের দক্ষিণ সুরমার কাস্তরাইলে বসবাসরত মো. নাজিম উদ্দিন, সিলেট নগরীর পাঠানটলার শাহজান মিয়ার পুত্র কাউসার আহমদ, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার হরিপুর গ্রামের শামীম মিয়ার পুত্র সিলেট নগরীর কুমারপাড়ায় বসবাসরত রাজু মিয়া, সিলেটের মোগলাবাজার থানার সিলাম মাঝপাড়ার হোসেন মিয়ার পুত্র শুভ আহমদ, সিলেট নগরীর বেতেরবাজার এলাকার কালাই মিয়ার পুত্র স্বপন আহমদ ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার নান্দিনা বাজিতপুর গ্রামের আব্দুস সালামের পুত্র বর্তমানে সিলেট নগরীর কুমারপাড়া মইন মিয়ার কলোনীতে বসবাসতরত সাগর মিয়া।
পুলিশ জানায়, রবিবার (১১ মে) বিকাল পৌনে ৩টায় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পিছনে কয়েক জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে এমন গোপন সংবাদ প্রাপ্ত হয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) মো. ইবাদুল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।
এসময় অজ্ঞাতনামা ৭/৮ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের হেফাজত হতে ০৪টি চাকু, ১টি রামদা ও ০১টি লম্বা ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএ/সিলেট