Search all
  • Search all
  • Articles
  • Authors
  • Tags
Search all
  • Search all
  • Articles
  • Authors
  • Tags

দুই গোলে এগিয়েও জিততে পারল না বাংলাদেশ

post-title

ছবি সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের শুরু হলো ড্রয়ে। ২-০ গোলে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছেড়েছেন লাল-সবুজের যুবারা।

শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশের যুপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরু হয় অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। সেখানে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচের একাদশে কোচ গোলাম রব্বানী রাখেননি দুই প্রবাসী ফুটবলার আবদুল কাদির ও ফারজাদ আফতাবকে। তবে ম্যাচের শুরু থেকে মালদ্বীপের বিপক্ষে দাপট দেখায় বাংলাদেশ।

ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে। মালদ্বীপের অধিনায়ক আজম রাশেদের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন নাজমুল (১-০)।

বিরতির আগে রিফাত কাজী গোলের দেখা পান। মিঠু চৌধুরীর ক্রসে হেডে রিফাত ২-০ করেন স্কোর লাইন। প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেললেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মালদ্বীপ। দুটি গোলই শোধ করে দেয় তারা।

৫৭ মিনিটে অনুফ আবদুল্লাহ ও ৭৩ মিনিটে এহতান জাকি গোল করে ম্যাচ ২-২ গোলে ড্র করেন। রোববার গ্রুপে দ্বিতীয় ও শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এসএ/সিলেট