Search all
  • Search all
  • Articles
  • Authors
  • Tags
Search all
  • Search all
  • Articles
  • Authors
  • Tags

খাদিমনগরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

post-title

ছবি সংগৃহিত

সিলেটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মুজিবুর রহমান (৫৩) ওই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

জানা যায়, মুজিবুর রহমানের সাথে তার আপন ছোট ভাই মুহিবুর রহমানসহ আত্মীয়-স্বজনদের ভূমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরমধ্যে বুধবার দুপুরে মুজিবুর ও মুহিবুর রহমানের কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে মুহিবুর মজিবুরকে আঘাত করলে মুজিবুর মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিলো। বুধবার কোন এক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। এতে এক ভাইয়ের হাতে অপর ভাই মারা গেছেন বলে জেনেছি। ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে।

এসএ/সিলেট