শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ দেশিবিদেশি...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় ও ভারতীয় জাল নোটসহ গ্রেপ্তার হলেন যুগেন্দ্র মল্লিক। বুধবার...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। নিহত ইমামের নাম আবুল কালাম আজাদ (২৮)।
রোববার সকাল ১১টায় পৌর শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকসহ ড্রাইভার মুজিবুর রহমানকে আটক করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমাম আবুল কালাম আজাদ রোববার সকাল ১১টায় মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় ফায়ার সার্ভিস অফিসের সামনে একটি বালুভর্তি ট্রাক ও মোটরসাইকেল তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ট্রাকের পিছনের চালা তার মাথার উপরদিয়ে জায়গায় মৃত্যু কোলে ঠলে পড়েন ইমাম কালাম,তাত্ক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন ড্রাইভার মুজিবুর রহমানসহ বালুভর্তি ট্রাক আটক করা হয়েছে। লাশ বর্তমানে থানায় রয়েছে।
এসএ/সিলেট