মে মাসেই নৌকাডুবিতে ৪২৭...
মিয়ানমার ও বাংলাদেশে ভয়াবহ মানবিক সংকটের কারণে আরও রোহিঙ্গা নিরাপদ জীবনের খোঁজে ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় ঝুঁকছে বলে জাতিসংঘ জানিয়েছে। শুক্রবার (২৩ মে)...
ছবি সংগৃহীত
গাজায় পূর্ণমাত্রায় হামলা চালিয়ে সংঘাত আরও তীব্র করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সেই সঙ্গে গাজার অতিরিক্ত এলাকা দখল করার হুমকিও দিয়েছেন তিনি।
শুক্রবার (২১ মার্চ) এক বিবৃতিতে এই ইসরায়েলি মন্ত্রী বলেন, আমরা আকাশ, সমুদ্র এবং স্থল থেকে হামলা চালিয়ে লড়াই আরও তীব্র করব। জিম্মিদের মুক্তি না দেওয়া এবং হামাস পরাজিত না হওয়া পর্যন্ত স্থল অভিযান সম্প্রসারণ করব।
কাটজ বলেন, জিম্মিদের মুক্তি দিতে 'হামাস যত বেশি অস্বীকৃতি অব্যাহত রাখবে, তত বেশি ভূখণ্ড ইসরায়েলের কাছে হারাবে'।
ইসরায়েলি মন্ত্রীর এই হুমকি গায়ায় গণহত্যার যুদ্ধকে আরও উস্কে দেয়। কেননা জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে পুনরায় বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। গত সম্প্রতি ব্যাপক তাণ্ডব শুরু করলে শত শত নিরীহ মানুষ নিহত হয়েছে।
গত মঙ্গলবার ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা শুরু করলে যুদ্ধবিরতি নতুন করে ভেঙে যায়। গত দুই-তিন দিনে ৫০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে দখলদার বাহিনী। এর জবাবে গতকাল প্রথমবার তেল আবিবে রকেট হামলা চালায় হামাস।
এসএ/সিলেট