গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন আহত

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিয়ের যাত্রী বাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে ১৩ জন আহত হয়েছেন।রোববার বিকাল ৪টার দিকে সারী-গোয়াইনঘাট সড়কের নয়াগ্রাম উত্তর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তর গ্রামের সারীঘাট-গোয়াইনঘাটগামী সড়কে একটি গরু রশি ছিড়ে রাস্তার মধ্যখানে চলে আসে। এসময় বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয় লোকজন পুকুর থেকে ১৩জন যাত্রীকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

এর মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন, উপজেলার লামা সাতাইন গ্রামের আব্দুল গফুরের স্ত্রী আনতুলা বেগম (৭০), একই গ্রামের জাবেল মিয়ার স্ত্রী ফাহিমা বেগম (৪০), আলমগীরের স্ত্রী সুমনা (৫০), মেয়ে মাহা (৫), মোহাম্মদ আলীর মেয়ে লিপা (১৯), নিপা বেগম (৩), হানিফের স্ত্রী নাজাম বেগম (৩০), ছেলে আলমগীর (৩), জাবেদ (১০), সোহেলের ছেলে মাশরাফি, মাহমুদ আলীর স্ত্রী রুবিনা বেগম (৩০), আব্দুল মান্নানের ছেলে মজিবুর (২০) ও হায়াতুন নেছা (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার এসআই মো. আজিজুর রহমান।

এসএ/সিলেট