আলেমদের গভীর শ্রদ্ধার চোখে দেখতেন...
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ইসলামি ব্যক্তিত্ব ও আলেমদের গভীর শ্রদ্ধার চোখে দেখতেন বেগম...
বেগম জিয়া স্মরণে শোক বইয়ে স্বাক্ষরকালে বক্তারা
ছবি সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত স্মৃতিচারণ ও শোক বই স্বাক্ষর কর্মসূচি গত মঙ্গলবার অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বুধবার (৭জানুয়ারি) নির্ধারিত সময় বিকাল ৪টায় এসোসিয়েশন কার্যালয়ে উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশন অল ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও সালেহ আহমদ জিলান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রব্বানী সোহেল।
এসোসিয়েশনের সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামে পরিচালনায় স্মৃতিচারণ করে শোক বইতে স্বাক্ষরকালে বক্তারা বলেন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন। তাকে একসময় দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেছিলেন, বাংলাদেশই তার দেশ এবং তিনি এ দেশ ছেড়ে কোথাও যাবেন না। তিনি আজীবন দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এবং মৃত্যুর পূর্বে মুহুর্ত পর্যন্ত দেশের মানুষের পাশে ছিলেন।
বক্তারা বলেন, এ দেশের জন্য বেগম খালেদা জিয়ার অবদান বলে শেষ করা যাবে না। জনগণের প্রতি তার ভালোবাসা, দেশের উন্নয়ন ও মানুষের সেবায় তার ভূমিকা আজও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর অনেকেই বলেছিলেন, তাকে ছাড়া বিএনপি টিকে থাকতে পারবে না। কিন্তু বেগম খালেদা জিয়া দক্ষ নেতৃত্বের মাধ্যমে দলকে সুসংগঠিত রাখেন। তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনবার রাষ্ট্রক্ষমতায় এসে দেশের জনগণের সেবায় কাজ করেছেন। আমরা মরহুমার মাগফিরাত কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ বাবর জোয়ারদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরী, সদস্য সাইদুল ইসলাম।
এসএ/সিলেট