ইকরার উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক

হিজড়া সম্প্রদায়ের তালিকা তৈরি করে কর্মসংস্থান তৈরি করা হবে

post-title

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইকরা ইন্টারন্যাশনাল'র উদ্যোগে সিলেটে হিজড়া সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নগরের টেকনিক্যাল রোডের ইকরা প্রতিবন্ধী শিশু হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এই শীতবস্ত্র তুলে দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, হিজড়া সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র প্রদানের মধ্য দিয়ে ইকরা একটি প্রশংসনীয় কাজ করেছে। সমাজের পিছিয়ে থাকা সম্প্রদায়ের মধ্যে অন্যতম হল হিজড়া সম্প্রদায়। যাদেরকে তৃতীয় লিঙ্গ বলা হয়। আমরা সিলেটের হিজড়া সম্প্রদায়ের প্রপার লিস্ট কালেকশন করব। হিজড়া সম্প্রদায়ের যথাযথ তালিকা তৈরি করে তাদের কর্মসংস্থান তৈরি করা হবে।  যাতে আর কেউ অসহায় না থাকেন এবং রাস্তায় যেন তাদেরকে বের হতে না হয়।

ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইকরা ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, ইকরা ইন্টারন্যাশনাল ইউকের সেক্রেটারির শাহ রেদওয়ানুর রহমান, ট্রাস্টি ব্যারিস্টার আহমেদ এ মালিক, ফাউন্ডিং ডোনার রেজাউল ইসলাম চৌধুরী ও আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুকতাবিস-উন-নূর বলেন, হিজড়ারা আমাদের সমাজের অংশ। তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব, কিন্তু হিজড়া সম্প্রদায়ের লোকদের উপর একটা অভিযোগ তারা বিয়ের গাড়ি আটকিয়ে চাঁদা কালেক্ট করেন। এইটা করা যাবে না। আমরা কাজে আগ্রহী যে কোনো হিজড়াকে সেলাই মেশিনসহ অন্যান্য উপকরণ দিয়ে সহযোগিতা করব।


এসএ/সিলেট