ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

post-title

ছবি সংগৃহীত

ছাতক সংবাদদাতা :: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ছাতক উপজেলা কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ছাতক উপজেলা বিএমএসএফ সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনার শুরুতে কোরআন তেলয়াত করেন সংগঠনের যুগ্ম-আহবায়ক ফারুখ আহমেদ নোমান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সুনামগঞ্জ জেলা  বিএনপির আহবায়ক কমিটির সদস্য-ফারুখ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী,ছাতক পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক সামছুর রহমান বাবুল,ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব শাহ মুহাম্মদ আখতারুজ্জামান,ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন,সাধারণ সম্পাদক খালেদ মিয়া,ব্যবসায়ী ইব্রাহীম আলী।

এসময় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ মহি উদ্দিন,জামায়াতে ইসলাম ছাতক উপজেলা আমীর মওলানা আকবর আলী,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মানিক মিয়া,ক্রিড়াবিদ আলী আহমদ তালুকদার ও লালমিয়া,সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জুনেদ আহমেদ রুনু,ধর্মবিষয়ক সম্পাদক জানে আলমসহ বিএমএসএফ-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মফস্বলের সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় বিএমএসএফ-এর ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতেও সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন বিশেষ অতিথি মাওলানা আবুল হাসনাত।

এসএ/সিলেট