কমলগঞ্জে মহিষের পালকে থানায় দিলেন কৃষক

post-title

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে জমির ধানগাছ খাওয়ায় মহিষের পালকে থানায় দিলেন ক্ষুব্ধ কৃষক। এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে বিষয়টি আপোষের মাধ্যমে সমাধান হয়েছে।

গত বুধবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের এক কৃষক অদ্ভুত এই কাজটি করেন।

একাধিক সূত্র জানায়, বুধবার বিকালে আলীনগর ইউনিয়নের এক কৃষকের ধানক্ষেতে একপাল মহিষ ঢুকে ধান গাছ খেয়ে ফসলের ব্যাপক ক্ষতি করে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক মহিষগুলো আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে বিষয়টি পুলিশের মধ্যস্থতায় সমাধান হয় এবং মালিকের কাছে মহিষগুলো হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আকিনজি বলেন,  একজন কৃষক ক্ষুব্ধ হয়ে থানায় মহিষের পাল নিয়ে আসেন। পরবর্তীতে বিষয়টি সমাধান করা হয়েছে।



সিলেট বাণী ডেস্ক