কানাইঘাটে রফিকুল হক চৌধুরী স্মৃতি...
কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে রফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদের...
কানাইঘাট লোভাছড়া সীমান্ত
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদ (২৫) নামে এক বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। বৃহস্পতিবার রাতের যেকোন সময় এ হত্যাকান্ড ঘটে। নিহত যুবক উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর পুত্র।
এদিকে, নিহতের স্বজনদের দাবী লাশ ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের শাহেদ আহমদ গত বৃহস্পতিবার ইফতারের পর রাত সাড়ে ৭টার দিকে কাজের উদ্দেশ্যে আরো বেশ কয়েকজনের সাথে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে। বৃহস্পতিবার রাত পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসলে শুক্রবার সকাল থেকে শাহেদ আহমদের পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খোঁজতে থাকেন। একপর্যায়ে তারা জানতে পারেন শাহেদ আহমদের গুলিবিদ্ধ লাশ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯নং পিলারের অভ্যন্তরে পড়ে আছে।
বিষয়টি জানার পর স্বজনরা লাশ উদ্ধারের জন্য সীমান্তবর্তী লোভাছড়া বিজিবি ক্যাম্পের স্মরণাপন্ন হলে আইনী জটিলতা থাকার কারনে বিজিবি নিহতের লাশ উদ্ধার করতে পারেনি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানার পর তিনি বিজিবিকে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। তবে শাহেদ আহমদের লাশ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায় সে দেশের পুলিশ লাশ তাদের হেফাজতে নিয়ে যায়।
স্থানীয়দের ধারনা, ভারতে অনুপ্রবেশ করায় গভীর রাতে ভারতীয় বিএসএফ কিংবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাহেদ আহমদ নিহত হয়েছেন। তার বুকে গুলির আঘাত রয়েছে বলে নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন। এছাড়া বৃহস্পতিবার গভীর রাতে ভারতের লাইজুরি এলাকায় গুলির শব্দ শোনা গেছে।
এদিকে, লোভাছড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতের অভ্যন্তরে পড়ে থাকার সংবাদ পেয়েছেন। থানা পুলিশ শাহেদ আহমদের লাশ উদ্ধারে এগিয়ে আসলে বিজিবি এক্ষেত্রে বিএসএফ এর সাথে যোগাযোগ করে তার লাশ আনার ব্যবস্থা করতে পারে বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদের লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে লাশ উদ্ধারে ব্যবস্থা নেয়ার জন্য বিজিবিকে জানিয়েছেন। থানার ওসি আব্দুল আউয়াল জানান, শুনেছি শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতে পড়ে রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাহেদ আহমদের লাশ ফিরিয়ে আনতে পুলিশ যে ধরনের ব্যবস্থা নেয়া প্রয়োজন সেটি আমরা করব।
নিজস্ব প্রতিবেদক