অমর্ত্য সেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত আমির

পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন অমর্ত্য সেন

post-title

সম্প্রতি এক সাক্ষাৎকারে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে। 

তবে তার মন্তব্যকে পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি হিসেবে দেখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এই মন্তব্যকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনেকরেন, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।

সোমবার (৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘অমর্ত্য সেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়?’

তিনি আরও লিখেন, ‘বাংলাদেশের জনগণ টানা সাড়ে ১৫ বছর সেক্যুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।’

পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বাড়িতে বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছিলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে তিনি চিন্তিত। জামায়াতকে অতীতে নজরদারিতে রাখা হয়েছিল উল্লেখ করে তিনি বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বজায় থাকার আশা প্রকাশ করেন।

তার মন্তব্যের জবাবে জামায়াত আমির বলেন, জামায়াত সম্পর্কে তার মন্তব্য বদ্ধমূল ধারণা থেকে এসেছে, বাস্তবতা সম্পূর্ণ উল্টো।

তিনি আরও দাবি করেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারী মূলত আওয়ামী লীগ, কিন্তু সীমাবদ্ধ সুশীল সমাজের সদস্য হিসেবে অমর্ত্য সেন তা বলার সাহস দেখাতে পারবেন না।

জামায়াত আমিরের মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি ব্যক্তিত্বদের নাক গলানো জনগণ পছন্দ করে না।

সিলেট বাণী ডেস্ক